বাড়ন্ত বালিকার ঘর-সংসার

অন্ধকার নামে ঘর-দোর-উঠোনে। লাল শাড়িতে পুতুলের মতো জড়ানো- প্যাঁচানো শাহিদাকে পাঁজাকোলা করে দক্ষিণের ঘরে রেখে আসা হল। চোখ বন্ধ করে নিবিষ্ট চিত্তে মাকে ডাকে শাহিদা। টিমটিম করে কুপি জ্বলছে। মহিষের মতো মানুষটাকে ঘরে ঢুকতে দেখে মুখ আলুপোড়ার মতো কালচে হয়ে গেল ভয়ে। সাপাট বন্ধ হল দরজা। লাল মাড়ি বের করে হাসি দিতে দিতে মহিষকে এগোতে দেখে শাহিদা বিকট শব্দে চিৎকার দিতে চাইল! ততক্ষণে ঘরে অন্ধকার নেমে এসেছে। বালিকা শাহিদাকে মর্মান্তিক পরিণতিতে পৌঁছে দেওয়ার গল্প।

by চন্দন আনোয়ার | 07 December, 2023 | 259 | Tags : short story child marriage girl victim patriarchy